অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় যে নিয়মগুলো মেনে চলতে হয় - SEOEXPERGZP

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় যে নিয়মগুলো ২০২২ সালে আপডেট হয়েছে তা নিচে দেওয়া হলো ঃ

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় : সকাল ৮ টা থেকে রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত । এই সময়ের ভিতরে আপনাকে বাংলাদেশ রেলওয়ের অনলাইনে ট্রেনের টিকিট কাটা সম্পন্ন করতে হবে । আপনি সর্বোচ্চ ৫ দিন আগের ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন। 

অনলাইনে ট্রেনের টিকেট কাটার নিয়ম: 

শুরুতেই আপনাকে Registration  করতে হবে (শুধুমাত্র একবারই এটা করতে হয়, পরে এই রেজিষ্ট্রেশন দিয়েই বারবার টিকেট কাটতে পারবেন)

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়


রেজিষ্ট্রেশন এর জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে। ওয়েব সাইটটির নীচের দিকে “Registration” বাটনে ক্লিক করতে হবে।

Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information”  এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতঃ Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।

ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর  থেকে একটি ই-মেইল পাঠানো হবে।

আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

ট্রেনের টিকিট ক্রয় প্রক্রিয়াঃ

প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

“Log in” এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতঃ “Log in” বাটনে ক্লিক করতে হবে।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়

এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, শ্রেনী যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। তারপর "Search Trains” অপশনে ক্লিক করতে হবে। 

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়

তারপর আপনার কাংখিত ট্রেনের সিট খালি আছে কিনা তা দেখতে পারবেন। যদি অনলাইনে সিট খালি থাকে তাহলে পরের অপশেনে যেতে হবে সিট নির্বাচনের জন্য। পরের স্টেপে যাওয়ার জন্য "Book now" অপশনে ক্লিক করুন।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়

পরবর্তী স্টেপে আপনি সিট নির্বাচন করে "Continue Purchase" অপশনে ক্লিক করুন।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়

উপরের সমস্ত ধাপ সঠিকভাবে শেষ হলে আপনি এখন বাংলাদেশ রেলওয়ের টিকিট কাটার সর্বশেষ ধাপ অর্থাৎ পেমেন্ট করার জন্য প্রস্তুত।


অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়


আপনি চাইলে বিকাশ/নগদ/রকেট এর মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে টিকিটের টাকা পরিশোধ করতে পারেন।আপনার টাকা পরিশোধের পর যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।

ই-মেইল মেসেজ বক্স থেকে প্রেরিত টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেট সংগ্রহ করতে হবে।

উপরোক্ত উপায়ে আপনি ট্রেনের টিকিট কাটা সম্পন্ন করতে পারেন। মনে রাখবেন  অনলাইনে ট্রেনের টিকেট কাটার নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টিকিট কাটা সম্পন্ন করতে হবে অন্যথায় আপনার ট্রেনের যাত্রাটি বাতিল হতে পারে।

 যদি কোনো সমস্যা হয় ট্রেনের টিকিট কাটার ব্যাপারে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। 

মোবাইল : 01610-584961

ফেইসবুক : আবু সাইদ

আপনার  বাংলাদেশ রেলওয়ের সাথে যাত্রাটি শুভ হোক। 


No comments:

Post a Comment

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় যে নিয়মগুলো মেনে চলতে হয় - SEOEXPERGZP

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় যে নিয়মগুলো ২০২২ সালে আপডেট হয়েছে তা নিচে দেওয়া হলো ঃ অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময় : সকাল ৮ টা থেকে রাত...

Pages